জহিরুল অরুণ, বাবুগঞ্জ: ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল শেষে গোলাম কিবরিয়া টিপু স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন তিনি বাবুগঞ্জ-মুলাদীবাসীকে চমক দেখাবেন।
অবশেষে তিনি তার কথা রাখলেন এবং প্রমাণ করে দিলেন। দীর্ঘ ৪ বছর যাবত বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদের উপরে সেতু নির্মাণের বিষয়টি আলোচনা পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল।
আজ সোমবার সেই সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে আড়িয়াল খা নদের উপরে সেতু নির্মাণের বিষয়টি একনেকে পাস হয় এবং এতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করে চূড়ান্ত অনুমোদন দিলেন।
বিষয়টি আজ দুপুরে বরিশাল-৩ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি গোলাম কিবরিয়া টিপুকে ফোন দিয়ে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদের সচিব মোঃ মাহবুব হোসেন।
এমপি গোলাম কিবরিয়া টিপুর অক্লান্ত পরিশ্রমে এবং মন্ত্রী পরিষদের সচিব মোঃ মাহবুব হোসেনের সার্বিক সহযোগিতায় অবশেষে বাবুগঞ্জ মুলাদী তথা হিজলা মেহেন্দিগঞ্জকে সড়কপথে সংযুক্ত করার জন্য আড়িয়াল খাঁ নদের উপর সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত হলো। সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ।