আজকের দক্ষিণাঞ্চল ডেস্কঃ ১৯৭২ সালের ২১শে ফেব্রুয়ারি বরিশালের বাবুগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। এছাড়াও তিনি বরিশালের দৈনিক ন্যায়-অন্যায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
রাজনৈতিক জীবনে তিনি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির বরিশাল জেলার সভাপতি এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ তার জন্মদিনে উপলক্ষে আজকের দক্ষিণাঞ্চল এর পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির উপদেষ্টা সরদার মোহাম্মদ খালেদ হোসেন স্বপনের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে।