নুরে আলমঃ আজ বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং কলামিস্ট ইয়াহিয়া নয়নের জন্মদিন। ১৯৫৯ সালের এইদিন (১৩ই অক্টোবর) তিনি জন্মগ্রহণ করেন। আজ তিনি ৬৪ বছরে পা রেখেছেন।
সাংবাদিকতা পেশায় তিনি ১৯৮৫ সালে একটি সাপ্তাহিক পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন। পরে কাজ করেছেন রেডিওতে ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় এবং বাংলাদেশ টেলিভিশনও। সর্বশেষ তিনি বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের ডাকের মফস্বল বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
রচনা ও জীবনী নিয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, আমার দেখা মুক্তিযুদ্ধ, নিপীড়িত জনগোষ্ঠির নাম রোহিঙ্গাসহ রয়েছে তার লেখা একাধিক বই। তার কলাম প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে আমার সংবাদ, ভোরের ডাক, জাগো নিউজ, উত্তরের কন্ঠ, জনদৃষ্টি, সিলেটের কন্ঠসহ একাধিক অনলাইন ও দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায়।