অপূর্ব অপু, অতিথি প্রতিবেদক ॥ বরিশালে নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। এটির নির্মাণ শুরু হয়েছিল ২০১৭ সালে। কিন্তু করোনা মহামারিতে নির্মাণকাজ থমকে যায়। এখন ৮৫ শতাংশ কাজই শেষ হয়েছে জানিয়ে বরিশালের সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন দৃশ্যমান বলে দাবি বরিশাল শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সাইড ইঞ্জিনিয়ার আকরাম হোসেন। তথ্য ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে বরিশালে এ বছরই চালু হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেন্টারের নির্মাণকাজ ৮৫ শতাংশ শেষ হয়েছে। আসছে ডিসেম্বরে উন্মুক্ত করা হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। দক্ষিণের যুবসমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ কেন্দ্রে থাকবে গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব সাইট ডিজাইন, টু-ডি এবং ট্রি-ডি অ্যানিমেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স কন্ডাক্টিংসন প্রযুক্তিনির্ভর উন্নততর প্রশিক্ষণ। এই খবরে দারুণ খুশি যারা আইটির ওপর নজর রাখেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ উদ্যোক্তা তৈরিতে এ প্রতিষ্ঠানটি যেমন ভূমিকা রাখবে তেমনি এর মাধ্যমেই একাডেমিক ও আইটি শিল্পের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠাও করা যাবে বলে উন্মুখ হয়েছেন বরিশাল ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিহাদ রানা। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে প্রথম পর্যায়েই দুই হাজার দক্ষ আইটি উদ্যোক্তা তৈরি করা হবে। বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকায় প্রায় আড়াই একর জমিতে ৬ তলা ভবনটি তৈরি হয়েছে।