আহামাদ উল্লাহ (রবিউল), কাঁঠালিয়া ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় চালককে খুন করে অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ছিনতাই হওয়া অটো রিকশাটিও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আটক যুবক শাকিল হোসেন (৪০) একই উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মাহাবুব হোসেনের ছেলে। বুধবার বিকেলে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে উপজেলার বটতলা বাজারের একটি দোকান থেকে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। র্যাব জানায়, আটকের পর শাকিলের দেয়া তথ্যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের আমানউল্লাহ মহাবিদ্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়ক থেকে নিহত চালকের অটো রিকশাটি উদ্ধার করা হয়। এছাড়া নিহত ওই অটো রিকশা চালকের মোবাইল ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বরগুনা জেলার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর ওয়ার্ডের ইউপি মেম্বার লিটনের বাড়ীর একটি পুকুর থেকে। এ ঘটনায় জড়িত অপরদের আটকে অভিযান চলছে বলেও জানায় বরিশাল র্যাব-৮। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের বড় কাঠালিয়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে নাছির উদ্দীন (৩২) যাত্রীর মোবাইল ফোনে তার অটো রিকশা নিয়ে উপজেলার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচর থেকে উপজেলা সদরে আসার পথে অটো রিকশাসহ নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার বিকেলে উপজেলার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর পাড়ের কেয়াবন থেকে পুলিশ তার দুটি হাত বাধাঁ শুকনো কলাগাছের ডাকা একটি চোঁখ উপড়ে ফেলা জখম হওয়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত নাছির উদ্দীনের মা হালিমা খানম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে বুধবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ও মামলার আইও এইচএম শাহীন জানান, শাকিল নামের এক যুবক আটক ও অটো রিকশা এবং মোবাইল উদ্ধারের বিষয়টি শুনেছি।