স্টাফ রিপোর্টারঃ কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান(৬৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার চারদিন পর আজ মঙ্গলবার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান জানিয়েছেন আফসার আলী খান প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি (আফসার) তার স্ত্রীর সাথে গত ১৯ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল নেমে সেখানে নদীতে তলিয়ে নিখোঁজ হন।
অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদীর আশ্রয় প্রকল্প সংলগ্ন একটি খাল থেকে নিখোঁজ আফসার আলীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি হাসনাতুজ্জামান জানান লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।