বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ সরকার বিরোধী ও বাংলাদেশের সংবিধান পরিপন্থী উস্কানি মূলক সাম্প্রদায়িক বক্তব্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের সূত্র ধরে বরিশাল-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু মানহানিকর বক্তব্য প্রদান করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সভাস্থল ত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন বাঙালি জাতি বেইমান। আমার কাছে মনে হয় তিনি ভুল করে বলে ফেলেছেন। বাঙালি জাতি বেইমান না। তার প্রমাণ হইলো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তা সারা জীবন মনে রাখা উচিৎ। বেইমান হলে ভারতকে আমরা বুঝিয়ে দিতাম। সরকারি বইয়ের পাতায় ৪ শত ৪৬ টা ভুল রয়েছে। মহানবীর বিদায়ী ভাষণ ও হযরত ওমর (রা) আত্ম জীবনী তুলে নেওয়া হয়েছে। সেখানে একটি নতুন চ্যাপ্টার আসছে। একটা লাল গরু, লেখা আছে গরু দুধ দেয়, সেই দুধ আমরা খাই, গরু আমাদের মা। আপনার বলেন এসব কি ঠিক হচ্ছে। এ দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি সংসদে ও শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় এর বিরোধিতা করেছি। এ নিয়ে তুমুল হট্টগোল হয় আমার সাথে । আর একটি কথা আমি বলছি বিএনপি ৯৯% নির্বাচনে আসবে। আমি দু’জন আওয়ামী লীগের নেতার কথা বলতে চাই। তোফায়েল আহমেদ বলেন বিএনপি ক্ষমতায় আসলে এদেশে অনেক মানুষ মারা যাবে। আমি বলছি কিছুই হবেনা। ২০০৮ যেমন কিছু হয়নি এখনো কিছুই হবে না।”
এমপির এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভাস্থল তাগ করেন।
এর প্রেক্ষিতে ওইদিন সন্ধায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হল রুমে এসএম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
এবং বর্ধিত সভা শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় “সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষ ও উস্কানি মূলক বক্তব্য রাখেন। তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধান পরিপন্থী উস্কানি মূলক সাম্প্রদায়িক বক্তব্য দেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মান হানিকর বক্তব্য দেন।”
বিশেষ বর্ধিত সভায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু, আবু সুফিয়ান, হাসানুর রহমান খান, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, সহ প্রচারে প্রকাশনা সম্পাদক শামীম খান, সদস্য আতিকুর রহমান, গোলাম কিবরিয়া, মাসুম রেজা সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন