বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: কল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০ বছর পর বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে মো. ফায়জুল হক’কে আহবায়ক এবং পাঁচজনকে যুগ্ম আহবায়ক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বুধবার সন্ধায় জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের যৌথ স্বাক্ষরিত বরিশাল জেলা ছাত্রলীগের প্যাডে এ কমিটি অনুমোদন করা হয়।
তবে এ আহবায়ক কমিটি ৩ মাসের জন্য অনুমোদিত করা হয়েছে।
২০০৩ সালের পূর্ণাঙ্গ কমিটির পরে আর কোন কমিটি গঠন করতে পারেননি বরিশাল জেলা ছাত্রলীগ। একাধিকবার উপজেলা ছাত্রলীগের সম্মেলন হলেও কমিটি দিতে ব্যর্থ হন তারা।
সর্বশেষ চলত বছরের ২৩শে জুলাই কর্মীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত নেয় বরিশাল জেলা ছাত্রলীগ। এর প্রায় দেড় মাস পর গতকাল (৬ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা ছাত্রলীগের প্যাডে বিজ্ঞপ্তির মাধ্যমে আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাবুগঞ্জ উপজেলার নবনির্বাচিত ছাত্রলীগের আহবায়ক মো. ফায়জুল হক বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম হাওলদার ছেলে এবং তার বড় ভাই বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল আহমেদ আজাদ।