বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতাঃ ডাকাতদের পাহারায় ঘুমহীন রাত পার করছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু,লোহালিয়া,পূর্ব ভূতেরদিয়া,পশ্চিমা ভূতেরদিয়া,দেহেরগতি,উত্তর বাহেরচর,রফিয়াদী,নোমরহাট,সিলুনদীয়াসহ ৫৪ গ্রামের মানুষ।
প্রতিদিনই রাত ১টা থেকে ৩টার মধ্যেই উপজেলার শতাধিক মসজিদের মাইকে বলা হচ্ছে এলাকায় ডাকাত পরেছে। সবাই সজাগ থাকুন এবং সংঘবদ্ধভাবে পাহাড়া দিন।
গত (৩ ডিসেম্বর) শনিবারে রাতে একটি বিয়ে বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে এবং উপজেলার কোল ঘেষা শিকারপুর বাজারে একটি ব্যাংক ও জুয়েলার্সসহ ৫টি দোকানে ডাকাতি করে সংঘবদ্ধ একটি ডাকাত দল।
এতে আতঙ্ক ছড়িয়ে পরে বাবুগঞ্জ উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলাতেও।
স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনে ডাকাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বেশকয়েকটি দোকানসহ বিয়ে বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাত দল। গভীর রাতে ডাকাত দল প্রতিদিনই হানা দিচ্ছে কোনো না কোনো বাড়িতে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ, মালামাল ডাকাতি করে নিয়ে যাচ্ছে।
এসব কর্মকাণ্ডে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাই রাত জেগেই পাহারা দিতে হচ্ছে এলাকাবাসীর।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান বলেন, সম্প্রতি (৩ ডিসেম্বর) ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রীও মহল গুজব ছড়াচ্ছে। তবে সবাইকে সতর্ক থাকতে বলেন।