স্টাফ রিপোর্টারঃ দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশালের বর্তমান জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনকে বরিশালে বদলি করা হয়েছে।
সম্প্রতি ২৩ জেলার উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির পর জেলা প্রশাসক পদে এই রদবদল আনা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্রমতে, বরিশালের নতুন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন চাকরি জীবনে দীর্ঘদিন সুনামের সঙ্গে জেলার গৌরনদী ও পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর সুনামের সঙ্গে তিনি সুনামগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।