দক্ষিণাঞ্চল ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগের ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ উল্লেখ করে বাদী হয়ে মামলা দায়ের করেছেন দুই শিশুর বাবা ইটভাটা শ্রমিক সুজন খান। মামলায় দুই শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানাযায় মায়ের পরকীয়ার সূত্র ধরেই মিষ্টি সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে শিশু দুটি’র মা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে ওই দুই শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুদের মাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।