স্টাফ রিপোর্টার ।। পটুয়াখালীতে আ’লীগ-বিএনপির সংঘর্ষে সাংবাদিক পুলিশসহ ৪০জন আহত হয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এতে ইট পাটকেল নিক্ষেপের করা হয়। এসময় সাংবাদিক ও পুলিশসহ দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আজ শনিবার (৫মার্চ) সকাল সাড়ে ১০টায় দুমকি উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।