স্টাফ রিপোর্টার: নিখোঁজের দুই দিনের মাথায় পায়রা নদী থেকে পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মনোয়ারা সুলতানার (৬২) মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (২১ মার্চ) সকালে পায়রাকুঞ্জ খেয়াঘাট এলাকায় পায়রা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত মনোয়ারা পটুয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান। তিনি আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক মো. ইসাহাক মোল্লার স্ত্রী ছিলেন।
নিহত অধ্যাপকের ছেলে রাশেদ ইসাহাক শিবলী বলেন, দুই বছর পূর্বে তার ভাই শান্ত মারা গেলে তার মা মনোয়ারা সুলতানা মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন। এরপর থেকে তিনি অস্বাভাবিক জীবনে পর্দাপন করেন। প্রতিদিনের মত ডায়বেটিস নিয়ন্ত্রণে ১৯ মার্চ সকালে তিনি শহরের সবজুবাগ দ্বিতীয় লেনের বাসা থেকে হাটতে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজ করে না পেয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়। পরে সোমবার সকালে নৌ পুলিশ তার লাশ উদ্ধারের খবর দেয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, অধ্যাপিকা মনোয়ার সুলতানার মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।