স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন মং সুইচিং হত্যা মামলা প্রত্যাহারে কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার বাদীকে হুমকি দিয়েছেন। এ অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত বৃহস্পতিবার বাদী চুচিং মং রাখাইনের নালিশি মামলা আমলে নিয়ে এ আদেশ প্রদান করেন। এর আগে বাদী চুচিং মং গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ আদালতে রাখাইন মং সুইচিং (৬৫) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন; যা আদালত ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহসাপেক্ষে আদেশের জন্য রেখে ২৭ ফেব্রুয়ারি জেলা প্রধান সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এরপর কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ারসহ অজ্ঞাত ৫ জন ১ মার্চ ২০২২ তদন্তাধীন উক্ত হত্যা মামলা প্রত্যাহারে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি প্রদান করেন বলে মামলার অভিযোগে বলা হয়। এমনকি পোস্টমর্টেম রিপোর্ট বের হওয়ার আগেই ভিকটিম পরিবারকে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে মৃত্যু সনদ সরবরাহ করেন মেয়র। এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, চুচিং মং কে আমি চিনি না। তাকে হুমকি দেয়ার বিষয়টি সঠিক নয়। এদিকে গত ১৯ নভেম্বর ২০২১ আদিবাসী রাখাইন মং সুইচিং এর লাশ কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার করে পুলিশ। ভিকটিম পরিবার এটিকে বারবার হত্যাকাণ্ড বলে অভিযোগ করলেও একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে মহিপুর থানা পুলিশ। এরপর দীর্ঘদিন মহিপুর থানায় গিয়েও ভিকটিমের ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহে ব্যর্থ হয়ে আদালতে মামলা করেন ভিকটিমের ভাই চুচিং মং রাখাইন।