বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ ‘আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’ এমন স্লোগানে দক্ষিণাঞ্চলের মাটি ও মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাবুগঞ্জ থানা পুলিশ কতৃক আয়োজিত আনন্দ র্যারী অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় আনন্দ র্যারীটি বাবুগঞ্জ থানা চত্বর থেকে শুরু হয়ে কলেজ গেট বাজার, পাঁচ রাস্তা এবং বাবুগঞ্জের গুরুত্বপূর্ন সড়ক হিজলা-মুলাদী সড়ক প্রদক্ষিণ করেন এবং স্লোগানে বলেন ‘আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’ এরপর থানা চত্বরে এসে র্যালীটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, সাব-ইন্সপেক্টর জহরুল ইসলাম, আজাদ হোসেন, সহকারী সাব-ইন্সপেক্টর হুমায়ুন, আরিফ হোসেনসহ অন্যান্যরা, এছাড়াও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ও উপজেলার ব্যবসায়ীরা র্যালীতে অংশগ্রহণ করেন।