শম্ভু সাহা, ব্যুরো প্রধান (পটুয়াখালী) ॥ পটুয়াখালীতে পাঁচশতাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৯ ডুবোচরে আটকা পড়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাট ত্যাগ করার সময় লঞ্চটি পটুয়াখালী নদীবন্দর এলাকার ডুবোচরে আটকে যায়। এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বলেন, লঞ্চে পাঁচশতাধিক যাত্রী রয়েছে। জোয়ার আসলে লঞ্চটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঘাটের কাছে লঞ্চটি আটকে পড়ায় কোনো সমস্যা হয়নি। যাত্রীরা নিরাপদে রয়েছেন। যাত্রীদের অভিযোগ, প্রতি বছর পটুয়াখালী লঞ্চঘাট ও এর আশ পাশের এলাকায় কোটি টাকা খরচ করে বিআইডব্লিউটিএ ড্রেজিং করলেও শুষ্ক মওসুমে প্রায়ই যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকে যায়। বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তরুণ নিখোঁজঃ পটুয়াখালীর আউলিয়াপুরে বন্ধুর বাড়িতে এসে নদীতে গোসলে নেমে ইজাজুল ইসলাম (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরের লোহালিয়ার গলাচিপা নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বলাইকাঠী এলাকায় ছয় বন্ধু মিলে গোলস করতে নামে। তারা নদী পার হওয়ার উদ্দেশ্য সাঁতার দেয়। পরে ওপারে না গিয়ে ফেরত আসার চেষ্টা করে। কিন্তু পাঁচজন সাঁতরে পাড়ে এলেও ইজাজুল স্রোতের টানে তলিয়ে যায়। এছাড়া মাসুদ (২০) ও বাপ্পি (২০) নামের দু’জনকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ ইজাজুল ইসলাম (২০) কিশোরগঞ্জ জেলার করাইরাল থানার কল্লা গ্রামের মৃত্যু আশ্রাফ আলীর ছেলে। আউলিয়াপুরের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা মাহতাব কাজী বলেন, বাদুরা গ্রামের নিজাম উদ্দিনের ছেলের আকিকায় বন্ধু মাসুদের সঙ্গে বেড়াতে এসে নদীতে গোসলে নামে তারা। স্রোত থাকায় ছয়জনের মধ্যে একজন তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান বলেন, সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত হওয়ায় এখন উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। কাল আবার অভিযান শুরু হবে। তৃতীয় দিনেও চলছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পটুয়াখালী জেলা শাখার কর্মবিরতিঃ পটুয়াখালীতে তৃতীয় দিনেও চলছে বিভাগীয় কমিশনার অফিস,জেলা প্রশাসক কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবীর স্বপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪/-১/২০২১ তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদ-পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণে অর্থমন্ত্রণালয়ের সম্মতির পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। ৩ মার্চ বৃহস্পতিবার ও তৃতীয় দিনেও চলছে সকাল ৯টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক প্রাঙ্গনে এই কর্মবিরতি পালন।কর্মবিরতি চলাকালিন সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি সাইদুর রহমান,সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন,সাধারন সম্পাদক মোঃ আঃ জলিল,যুগ্ম সাধারন সম্পাদক আঃ কুদ্দুস,কোষাধ্যক্ষ নাজির রেজাউল করিম, সদস্য কবির হোসেন,মাসুদ খান, আঃ সালাম,আবুল বাশার তালুকদার,সাব্বির হোসেন,রিপন কুমার দাস,মহিলা সম্পাদিকা রাসনু বেগম,সদস্য শাহিনা রেজভীন প্রমুখ। উল্লেখ্য, আগানী ৬,৮ হতে ১০ মার্চ,১০,১৩ হতে ১৬ ও ২ খেকে ২৪ মার্ট ২০২২ ইং তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতি পালন করবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।