স্টাফ রিপোর্টারঃ বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ ও চোলাই মদ এবং মদ তৈরির উপকরনসহ এক নারী বিক্রেতাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাকাল গ্রামে অভিযান পরিচালনা করেন বরিশালের বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
এসময়ে একজন নারী মাদক ব্যবসায়ী আটকসহ ৮০ বোতল বিদেশি মদ ও ২০লিটার চোলাই মদ এবং মদ তৈরির ৪’শ গ্রাম উপকরণ উদ্ধার করা হয়।
সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে বাকাল গ্রামের শৈলেন মালাকারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বসত ঘর তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৮০ বোতল বিদেশি মদ, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির ৪’শ গ্রাম উপকরনসহ গৃহকত্রী মালা মালাকারকে(৩৫) আটক করে।