স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার হিজলা উপজেলায় খনিজ সম্পদ আহরণে সম্ভাব্যতা যাচাইয়ে সিসমিক সার্ভের স্থান পরিদর্শন করেছে খনিজসম্পদ বিভাগ। প্রাকৃতিক গ্যাসের অবস্থান নিশ্চিতে হিজলায় চার ধাপে অনুসন্ধান চালানোর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানিয়েছেন, হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নে খনিজসম্পদের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন জানিয়েছেন, হিজলায় গ্যাস আছে। এখন সম্পদটা আমাদের খুঁজতে হবে।
খনিজসম্পদ অনুসন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে আধুনিক চারটি রিগ কিনে দিয়েছেন। এখন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে অনুসন্ধান চালানো হবে। ইউএনও আরও জানান, এখানে চারটি ধাপে অনুসন্ধানের কাজ চালানো হবে। গ্যাস অনুসন্ধান চালানোর কাজে সচিব এলাকাবাসীর সহায়তা চেয়েছেন। রবিবার দুপুরে খনিজসম্পদের সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় স্থানীয় সাংসদ পংকজ নাথ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী উপস্থিত ছিলেন।