নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে বরিশালের সামাজিক ও অরাজনৈতিক ‘তরঙ্গ’ সংগঠন বাংলাদেশ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার ২৩শে আগস্ট দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান হয়।
নবাগত জেলা প্রশাসককে ‘তরঙ্গ’ সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। বলা হয় মানুষিক ভারসাম্যহীন মানুষদের জীবন মান উন্নয়নে জন্য সমাজের অবহেলিত মানুষ হয়ে যেন বাচঁতে না হয় এ জন্য কাজ করে থাকে এই সংগঠনটি। এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘তরঙ্গর’ পাঠশালা নামক একটি ভ্রাম্যমান যান রয়েছে। এতে শিশুদেরকে বই, খাতা, কলম, স্কুল ব্যাগসহ যাবতীয় আসবাবপত্র সেচ্ছায় দান করা হয়।
এসময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম তরঙ্গ সংগঠনের উদ্দেশ্য বলেন, এই সুন্দর সামাজিক কার্যক্রম আরো বৃদ্ধি পাক এ জন্য আমি সর্বদা মঙ্গল কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি তরঙ্গ সংগঠন বাংলাদেশ রেদোয়ান ইসলাম, নারী স্বেচ্ছাসেবী প্রধান রিয়া আক্তার, সভাপতি বরিশাল জেলা শাখার আব্দুল্লাহ, বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ অন্যান্য সদস্যরা।