বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: বরিশাল জেলা পরিষদের নির্বাচনে বাবুগঞ্জ ৩নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন মাইনুল হোসেন পারভেজ। তিনি বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এবং ২০১৯ সালে জেলা পরিষদের উপ-নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জৈষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল পরে মাইনুল হোসেন পারভেজ সাংবাদিকদের বলেন, আমি বিগত নির্বাচনে জেলা পরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। ৬ ইউনিয়নের ভোটার মেম্বার, চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যানদের চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছি। আসা করি এবছরও প্রতিদ্বন্দ্বী করে বিপুল ভোটে বিজয়ী হবো। সবার চাওয়া পাওয়া পূরণ করতে পারবো ইনশাল্লাহ।
উল্লেখ্য বরিশাল জেলা পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ ৩নং ওয়ার্ডে মোট ৮১ টি ভোট রয়েছে। যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইনুল হোসেন পারভেজ ও জাহাঙ্গীর আকন তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তবে উপজেলা আওয়ামীলীগ থেকে সদস্য পদ’টি উন্মুক্ত রাখা বলে জানা গেছে।