স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলা শহরে মোবাইল কোর্টের অভিযানে ৬টি প্রতিষ্ঠান’কে ১৬হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় বরিশাল বাজার রোড ও কাটপট্টি এবং নাজিরের পুল এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নিদের্শনা অমান্য করে পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৩টি প্রতিষ্ঠানকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ব্যবহার ২০১০ অনুসারে মোট ৯হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ২টি প্রতিষ্ঠানকে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুসারে ৬হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে ১হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শৃংখলা ও সহায়তা প্রদানে বরিশাল পুলিশের একটি টিম সহায়তা করেন। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।