খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ববি’র শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে মারধর ও কান ধরে ওঠবসের ঘটনায় তিন শুল্ক প্রহরীকে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র বরিশাল কার্যালয়ের বন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
বরখাস্তকৃতরা হলো, বিআইডব্লিউটিএ’র বরিশাল কার্যালয়ের শুল্ক প্রহরী মিজানুর রহমান, কামাল হোসেন ও জাকির হোসেন। এর আগে রবিবার রাতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের এক আদেশে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সাথে নদী বন্দরে প্রবেশ করা নিয়ে বাগ্বিতন্ডা ও মারধরের ঘটনার প্রাথমিক তদন্তে উল্লেখিত (বরখাস্তকৃত) ওই তিন শুল্ক প্রহরীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে মামলা রুজু করা হয়েছে।
বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার রাতে তিন শুল্ক প্রহরীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত একটি আদেশ হাতে পেয়েছি। সোমবার সকালে ওই তিন শুল্ক প্রহরীকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে বরিশাল নদীবন্দরে প্রবেশ টিকিট কাটা নিয়ে বাগ্বিতন্ডার একপর্যায়ে বিআইডব্লিউটিএ’র শুল্ক প্রহরীদের মারধরের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী।