বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে বিশেষ সম্মাননায় পুরস্কারে ভূষিত হলেন বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান।
দক্ষতার স্বীকৃতিস্বরুপ গত ৬ই মার্চ সোমবার দুপুরে বরিশাল জেলা পুলিশের (ফেব্রুয়ারী) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাহাবুবুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তাররুজ্জামান, ওসি মাহবুবুর রহমানের পক্ষে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসাইন-পিপিএম পুরস্কার গ্রহণ করেন।
বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে জানা গেছে, বাবুগঞ্জ থানা এলাকায় আলোচিত ক্লুলেস জোড়া হত্যা মামলায় স্বল্প সময়ে রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করায় বরিশাল রেঞ্জের পক্ষ থেকে মামলার তদন্তকারী অফিসার বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমানকে শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
ওসি মাহাবুবুর রহমান এর আগেও বাবুগঞ্জের উপজেলার কেদারপুরে ইউনিয়নের ক্লুলেস মরিয়ম হত্যায় জড়িতদের মাত্র ২৪ ঘণ্টা মধ্যে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। এতে কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরুস্কারে ভূষিত হন।
মাহাবুবুর রহমান ২০২১ সালে ২৯ মে বাবুগঞ্জ থানায় যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমনে ও বাবুগঞ্জ থানা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি একজন সৎ, কর্মঠ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
বলিশাল রেঞ্জে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, এ অর্জন বাবুগঞ্জ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করি। এ পুরস্কার আমাদের মাদকনিয়ন্ত্রণ এবং অপরাধ দমনসহ সার্বিক কর্মকান্ডে আরও উৎসাহিত করবে।