বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বরাবরই মহাজোটের শরিকদের মনোনয়ন দিয়েছেন (নৌকা) বাংলাদেশ আওয়ামী লীগ। তাই দ্বাদশে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী চাইলেন এই আসনের ৪জন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী।
বাবুগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক সভায় এ কথা বলেন বক্তারা।
বৃহস্পতিবার (৩১শে আগস্ট) বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে সভাপতিত্বে করেন উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, সহ সম্পাদক এম সাইফুল আলম, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি আঃ মান্নান মাস্টার, খন্দকার কামাল হোসেন, প্রচারক প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার রাড়ী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ প্রমূখ।
প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, কোন অনুপ্রবেশকারীকে দলে এনে মঞ্চে বসাবেন না, কারণ বিপদের সময় এরাই আপনার বুকে ছুরি মারবে, সংসদ নির্বাচন সরকার গঠন এবং সরকার পরিবর্তনের একটি নির্বাচন, এটি উপজেলা বা মেয়রের কোন নির্বাচন নয়। তাই সতর্ক থাকবেন অনুপ্রবেশকারী এনে মঞ্চে বসাবেন না ক্ষতি করার কোন সুযোগ করে দেবেন না।
বাবুগঞ্জ উপজেলা আ’লীগের মধ্যে পরকীয়া ঢুকে গেছে। এবং পরকীয়া কারীরা ২জন ক্ষতি করার সুযোগ খুজতেছে মনটাই মন্তব্য করলেন উপজেলা আ’লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন।
এদিকে আ’লীগের দলীয় প্রার্থী চেয়ে অনুপ্রবেশকারী অথবা কোন হাইব্রিডকে যেন না দেয় এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দৃষ্টি আকর্ষণ করেছেন বরিশাল-৩ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এসএম খালেদ হোসেন স্বপন, জহির উদ্দিন খসরু, এম সাইফুল আলম, মিজানুর রহমান।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।