স্টাফ রিপোর্টারঃ বাবুগঞ্জের মনিংসান-৫ লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন সুজন নামের এক যুবক।
আজ শনিবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ লঞ্চঘাটে মনিংসান-৫ লঞ্চ থেকে তাকে উদ্ধার করা হয়।
সুজন বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ী গ্রামের আব্দুল হক এর ছেলে।
সুজনের চাচা বেল্লাল হোসেন জানান, ও চট্টগ্রাম থাকে আজকে সকলে বাড়ি আসার কথা কিন্তু সকালে ৮টায় মীরগঞ্জের মনিংসান-৫ লঞ্চ থেকে মোবাইলে কল করে জানান সুজন অজ্ঞান পার্টির খপ্পরে পরে অচেতন অবস্থায় লঞ্চে শুয়ে আছেন। খবর পেয়ে আমি সুজনকে অচেতন অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি। তবে সুজনের সাথে কোন টাকা পয়সা মোবাইল হাত ঘড়ি কিছুই পাওয়া যায়নি।
মনিংসান-৫ লঞ্চ এর সুপারভাইজার জানান, সুজনের সাথে আরেকজন ছিল তারা চাঁদপুর থেকে আমাদের লঞ্চে উঠেন এবং দু’জনই বাবুগঞ্জের মীরগঞ্জ নামার কথা ছিল। কিন্তু মাঝপথে একজন নেমে যায়। আর সুজন অচেতন অবস্থায় লঞ্চে পড়ে থাকেন। পরে তার আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয় তারা এসে সুজনকে নিয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন