বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ৯০নং মধ্য পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং সকলে সৌজন্য সাক্ষাৎ করেন।
গত বুধবার দুপুরে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান উপস্থিতিতে সকল সদস্য উপস্থিত ছিলেন। এসময় সকল সদস্যগন সৌজন্য সাক্ষাৎ ও স্কুলের নিয়ম নীতিমালা পালনে সঠিকভাবে হস্তক্ষেপ গ্রহণ করবেন এবং প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকে একটি যৌথ একাউন্ট করেন।
বিগত ২ ফেব্রুয়ারী বিদ্যালটির নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে মাসুদুর রহমানকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এবং ২৩মার্চের (বুধবার) দুপুরে এটাই তাদের প্রথম সভা ছিলো।
বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, তার সন্তান এই স্কুলের ছাত্র তাই সকল ছাত্রছাত্রীদের অভিভাবক হয়ে তিন থাকবেন এবং তাদের উন্নত পড়াশোনার জন্য তদারকি করবেন। বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সকলকে অনিয়ম ও দুর্নীতি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি।