বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: বরিশালের বাবুগঞ্জে বাবুগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল জেলা প্রশাসন মোঃ জসিম উদ্দিন হয়দার
গতকাল সোমবার দুপুরে বাবুগঞ্জ বাজারের আটচালা নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমীনুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রমুখ।