বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালে তিন উপজেলার দুর্গম এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে বাবুগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেটের অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন কাজের উদ্ধোধন করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর ময়দানের হাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীরে এ কাজের উদ্ধোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)এর আওতাধীন কানেক্টেড বাংলাদেশ এর প্রকল্প পরিচালক (উপ-সচিব)জগদীশ চন্দ্র সরকার।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন আঞ্চলিক পরিচালক বরিশাল, মোঃ মাহবুবুর রহমান জুনিয়র নেটওয়ার্ক স্পেশালিষ্ট,কানেক্টেড বাংলাদেশ’র জুনিয়র স্পেশালিষ্ট মোঃ আবুল হোসেন,রাহুল দাস,সহকারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ নাইম ইসলাম,সালমা পারভিন। আড়িয়াল খাঁ নদীর তলদেশ থেকে এ অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের মধ্যে দিয়ে উচ্চ গতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় আসবে বরিশাল জেলার হিজলা,মুলাদী,মেহেন্দিগঞ্জ উপজেলার দুর্গম এলাকার ১০ট ইউনিয়ন।
বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের বিসিসির নিয়ন্ত্রনাধীন কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের বাস্তবায়নে বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সামাজিক দায়বদ্ধতা তহবিল এর অর্থায়নে নদীর তলদেশ দিয়ে ক্যাবেল লাইন স্থাপনে কাজটি পায় মেসার্স হামিদা ট্রেডার্স লিমিটেড। নদীর প্রায় সাড়ে ৫’শ মিটার দীর্ঘ ও প্রায় ৩০মিটার গভীরতায় ক্যাবল স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। নদীর তলদেশ থেকে এ ক্যাবল স্থাপনের মাধ্যমে টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত তিন উপজেলার ১০টি ইউনিয়ন উচ্চগতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আসবে।