বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুন) সকালে উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলার প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ৫নং ইউপি চেয়ারম্যান আক্তার-উজ-জামান মিলনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম, আব্দুল মান্নান, কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, মহিলা বিষয়ক সম্পাদক শিবলী রানী, কোষাধক্ষ্য জাকির হোসেনসহ উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।