বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ ইলিশ রক্ষা অভিযানের ট্রলার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা।
ট্রলার মাঝিকে মিথ্যা অপবাদে মারধরের চেষ্টা করে ইউএনও। এসময়ে মাঝি পালিয়ে যান। এতেই ক্ষিপ্ত হয়ে আনসারদের ট্রলারে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সুগন্ধা নদী তীরবর্তী বাবুগঞ্জ লঞ্চঘাটে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।
অগ্নিসংযোগের পর ট্রলারটি জ্বলন্ত অবস্থায় নদীর মাঝে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করলে। উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত ফাতিমা তাদেরকে বাঁধা দেয়।
ট্রলারটি পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল মালেক।
তবে ইউএনও নুসরাত ফাতিমার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার জানান, ট্রলারে আগুন লাগার খবর পেয়েছি। তবে এর সঙ্গে ইউএনও’র কোন যোগসূত্র আছে কিনা তা বলতে পারছিনা। পুরো বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর বলতে পারবো।
বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মাঝি আনোয়ার হোসেনের ট্রলারে অভিযানে যান ইউএনও। অভিযান শেষে ঘাটে ফেরার পরে জব্দ জাল পোড়ানো হয়। শেষে ট্রলারের মাঝি জব্দকৃত মাছ সরিয়ে রেখেছে বলে অভিযোগের কথা বলেন। ট্রলারে তল্লাশি চালিয়ে অবশ্য কোন মাছ পাওয়া যায়নি। এ সময়ে ইউএনও আনোয়ারকে লুকিয়ে রাখা মাছ বের করে দেয়ার জন্য চাপ দেন। এতে ভয় পেয়ে মাঝি আনোয়ার পেছন থেকে পালিয়ে যায়। মাঝি পালিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা আনসার সদস্যদের ট্রলারে আগুন দেয়ার নির্দেশ দেন ইউএনও। নির্দেশ অনুযায়ী ডিজেল ঢেলে ট্রলারে আগুন ধরিয়ে দেয় আনসার সদস্যরা।
উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন, অভিযান চলাকালে জব্দ ইলিশের একটা অংশ মাঝি আনোয়ার সরিয়ে রেখেছে সন্দেহ থেকেই তার উপর ক্ষিপ্ত হন ইউএনও।তার নির্দেশনা ছিল অনুমতি ছাড়া অন্য কোথাও ট্রলার ভিড়াবে না। মাঝি সেটা করেছে। এ কারণে ইউএনও আইনগতভাবেই আগুন ধরিয়ে দেয়ার নির্দেশ দেন। কারণ অভিযানে তার কথার বাইরে কাজ হলে তার ম্যাজিস্ট্রেসি প্রশ্নবিদ্ধ হয়।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল মালেক বলেন, খবর পেয়ে আমরা নৌকা নিয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ইউএনও স্যার বলেন এটি তার মামলার আলামত। তাই সেখান থেকে আমরা চলে আসি।
একটি ভিডিওতে দেখা যায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করলে। উপজেলা নির্বাহি অফিসার নুসরাত ফাতিমা, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেককে বলেন, এ মালেক সাহেব আপনাকে আমি খবর দিয়েছে? এতো এমনিতেই নিভে যাচ্ছিলো। আপনি আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন না? এটা তো আমি আলামত পোড়াচ্ছি আমার তো মোবাইল কোর্টের মামলা এটা। আমি আছি না একটু খেয়াল করবেন না? আমার স্পিডবোটে চারপাশে পাহাড় দিচ্ছে। আমি ধরছি এটা আমার আলামত। আপনারা এখানে আসছেন কেন?।