স্টাফ রিপোর্টার: বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গঠনের কথা বলে আমাদের দিন দিন ঘুরিয়েছে এবং তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা । বিষয়টি নিয়ে রবিবার সকাল ১০.৩০ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউনিয়নের ৭জন ইউপি সদস্য ও ২ জন সংরক্ষিত মহিলা সদস্যদের নাম ও সিলমোহরকৃত দরখাস্ত বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে। ওই দরখাস্তের আলোকে জানা যায়, ১৪/০৭/০২১শপথ গ্রহণের পর ১৫/০৭/০২১ ইউনিয়ন পরিষদের প্রথম সভা গঠিত হয়েছে। কিন্তু চেয়ারম্যান কে যখনই বলা হয় প্যানেল চেয়ারম্যান গঠন করতে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে আরো সময় নিতে চায়। তাছাড়াও চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তার নিজ ব্যবসায়ী কাজে বেশিরভাগ সময় ঢাকা থাকায় সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদে এসে সেবা না পেয়ে হয়রানি হচ্ছে বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা।
ইউপি সদস্যগন বলেন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩ ধারার ১ উপধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ গঠনের ৩০ দিনের মধ্যে ৩ সদস্যবিশিষ্ট প্যানেল গঠন না করায় অত্র ইউনিয়নের উন্নয়নসহ সকল নাগরিক সেবা হাটি হাটি পায়ে চলছে । তাছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩ ধারার ৫(১) উপধারা মতে চেয়ারম্যানের প্যানেল না করা হলে সরকার প্রয়োজন অনুসারে সদস্যগণের মধ্য হতে চেয়ারম্যান প্যানেল তৈরি করতে পারবেন। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয় করে সদস্যগণের মধ্য থেকে যে কাউকে প্যানেল চেয়ারম্যান করার বিধান স্থানীয় সরকার আইনে রয়েছে। কাজেই আমাদের মধ্য থেকে সৎ, বিনয়ী, সমাজসেবক ও প্রবীণ প্যানেল চেয়ারম্যান করলে ইউনিয়নের সকল কার্যক্রম ও নাগরিক সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া সম্ভব হবে।
অভিযোগ প্রসঙ্গে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে আইনা অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন