বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : বাবুগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড় এ অভিযান পরিচলনা করা হয়। এসময় ২ জন ব্যক্তিকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক বহনকারীকে ২ ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উজিরপুরের বাহেরঘাটের নয়াবাড়ি এলাকার মো. এনায়েত হাওলাদার (৩০), ঢাকার দক্ষিণখান এর দক্ষিণপাড়ার মো. সানাউল্লাহ ওরফে সামি (৩১)।
জেলার এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং রবিবার আসামিদের কোর্টে সোপর্দ করা হয়েছে।