বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জে ১৯৯০ পিস ইয়াবা সহ সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবল ও তার সহযোগীকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকাল ১০ টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এনায়েত হোসেন নেতৃত্বে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহণ নামের একটি বাস তল্লাশি করে ইয়াবাসহ ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত মজিদ হাওলাদার ছেলে (বরখাস্ত পুলিশ সদস্য) আসাদুজ্জামান (৪০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আঃ মান্নান আকনের ছেলে মাসুম আকন(৩৯)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্তা কার্যলয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় আমরা সাকুরা পরিবহণে একটি বাস থামার সংকেত দেই। এরপর পরিবহণ ডি-৩ ও ডি-৪ বসে থাকে দু’জন ব্যক্তিকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করে ১৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।