স্টাফ রিপোর্টারঃ সারা দেশের মত বাবুগঞ্জেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টির, ওয়ার্কাস পার্টি, সাংবাদিকসহ শিক্ষক ও বিভিন্ন সংগঠন নেতাকর্মীরা।
আজ সোমবার ২১শে ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে ১২.০১মিনিটে বাবুগঞ্জ বাবুগঞ্জ ডিগ্রি কলেজের চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহি অফিসার আমীনুল ইসালম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, এরপর বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন। বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ ও ফারজানা বিনতে ওহাব। সাংবাদিক পক্ষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম অরুন। শিক্ষকদের পক্ষে টিচার্স সংগঠনের সভাপতি মাসুদ আহমেদ (মাস্টার)সহ অন্যান্যরা।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।