বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দল থেকে বহিষ্কার দাবি জানান। এর কিছু ক্ষণের মধ্যেই তিনি সাময়িক ভাবে বহিস্কৃত হন। এবং তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলে যানা গেছে।
গত ২৬শে মে ইত্তেফাক এর অনলাইনে ওবায়দুল কাদের সংবাদ ছাপান হয় এতে শিরোনাম থাকে নৌকার পরাজয় মেনে বিজয়ী জায়েদা খাতুনকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের” এতেই আপত্তি বাজে মাসুম মৃধা’র দীর্ঘ দিন ধরে ক্ষোভ ছিল ওবায়দুল কাদেরের প্রতি তাই এই সংবাদের কমেন্ট বক্সে লেখেন “ওবায়দুল কাদেরের দল থেকে বহিষ্কার চাই”। এটি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রিনশট আকার একটি ছবি ভাইরাল হয়। বিষয়টি বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নজরে আসলে তাকে তাৎক্ষণিক ভাবে সাময়িক বহিষ্কার করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক আক্তার-উজ-জামান মিলন ভোরের ডাককে বলেন, মাসুম মৃধা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তিনি দলের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের বহিষ্কার দাবি জানান। তিনি এর আগেও বিভিন্ন সময়ে বাজে মন্তব্য করেছেন ওবায়দুল কাদেরকে নিয়ে। বিষয়টা আমাদের নজরে আসলে তাৎক্ষণিক ভাবে তাকে সাময়িক বরখাস্ত হয়েছে। তবে তদন্তের পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম মৃধা’র সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।