বাবুগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান’কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশণায় এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে ভূর্তকী মূল্যে টিসিবির পণ্য বাবুগঞ্জে বিক্রয়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের টিসিবির পন্যসামগ্রিই বাবুগঞ্জ উপজেলা ঈদগাহ ময়দানে বিক্রয় কার্যক্রম শুরু হয়।
এতে ২ কেজি সয়াবিন তেল ২২০ টাকা মূল্যে, ২ কেজি চিনি ১১০ টাকা মূল্যে ও ২ কেজি মুসুরি ডাল ১৩০ টাকা মূল্যে বিক্রি করা হয়।
এসময়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মাস্টার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী প্রমূখ ।