বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে এই প্রথম ট্যালেন্ড হান্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
গত শুক্র ও শনিবার শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণে আফসানা আরিফ ফাউন্ডেশন কতৃক আয়োজিত বাবুগঞ্জে মাস্টার মাইন্ড ট্যালেন্ড হান্ট শিক্ষা বৃত্তি ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ননের জন্য বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া পরীক্ষা মনিটরিং করেছেন উপজেলার ৫ জন সহকারী শিক্ষা অফিসারগণ।
জানা গেছে, কোমলমতী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আফসানা আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে মাষ্টার মাইন্ড ট্যালেন্ট হান্ট শিক্ষা বৃত্তি পরীক্ষার জন্য গত কয়েকদিন ধরেই বেশ প্রস্তুতি চলছিলো।
এর ধারাবাহিকতায় অভিভাবক, সরকারি-বেসরকারি স্কুল ও এবতেদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয় করে তারিখ ও কেন্দ্র নির্ধারণ করা হয়।
শুক্রবার বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে শুশৃঙ্খলভাবে কোন সমস্যা ছাড়াই এমন একটি বৃত্তি পরীক্ষায় সন্তানদের অংশগ্রহণ করাতে পেড়ে উচ্ছাস প্রকাশ করেছেন অভিভাবকরা। এমন মহতি উদ্যোগে প্রশংসায় ভাসছেন প্রতিষ্ঠানটি।
অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্রে যাওয়া, পরীক্ষার অংশ নেওয়া এবং পুনরায় বাসায় চলে যাওয়া নিয়ে বৈরি আবহাওয়ায় কোন ধরনের সমস্যা হয়নি আমাদের। পরীক্ষা দিতে পেরে উচ্ছাস প্রকাশ করেছেন আমাদের শিক্ষার্থীরাও।
আফসানা আরিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিম বলেন, বাবুগঞ্জে প্রথমবাবের মতন ট্যালেন্ড হান্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। অভিভাবক সহ সকলের সাথে পরামর্শ করে পরীক্ষার সময় নির্ধারন করা হয়েছে। কিন্তু হঠাৎ পরীক্ষার দিন বৈরি আবহাওয়া শুরু হয়। যেহেতু উপজেলার বিভিন্ন এলাকার থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাই সকালে চাইলেই পরীক্ষা স্থগিত করা যেত না। কারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই পরীক্ষার প্রস্তুতি নেয়। হঠাৎ পরীক্ষা বন্ধ করলেই তাদের মন ভেঙ্গে যেত।
তিনি আরও বলেন, বাবুগঞ্জে এই প্রথম মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেটি একটি কুচক্রি মহল সহ্য করতে না পেরে নানাভাবে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ভাবে অভিভাবকদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু অভিভাবকরা এই উদ্যোগকে সমর্থন করে ট্যালেন্ড হান্ট বৃত্তি পরীক্ষা প্রতিবছর চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।