বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: বাবুগঞ্জে সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের সাথে সদ্য যোগদান কৃত বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার-উজ-জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ,সহাকারী কমিশনার ভূমি সুব্রত বিশ্বাস প্রমুখ।
মতবিনিময় পূর্বে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম উপজেলার দোয়ারিকা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং রাশেদ খান মেনন মাধ্যমিক বিদ্যায়ল পরিদর্শন করেন। এরপর উপজেলা ভূমি অফিসের নাগরিক সনদ (সিটিজেন চার্টার) উদ্বোধন করেন।