বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।
মঙ্গলবার সকাল ৯টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও উপজেলা পরিষদের সভাকক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন এর সভাপতিত্বে এবং মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন এর সঞ্চালনায় উপজেলা আ’লীগের কার্যালয়ে দিবস’টি পালন করা হয়।
পৃথকভাবে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে ‘আলোচনা সভা, সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবস পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, এয়ারপোর্ট থানা পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল হোসেন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবুল আকন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি গোলাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।