বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরো ৭জন।
শনিবার (১৫ জুলাই) বেলা ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জে উপজেলার ছয়মাইলস্থ ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন খান টোব্যাকোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশাল শহরের দিকে আসা গুনগুন ট্রাভেলস এর যাত্রীবাহি বাসের সাথে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার নিহত হন। এবং শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে আরো ২জন মারা জান।
নিহতরা হলেন—সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের রাজমাথা গ্রামের (ট্রলিচালক) এমদাদ হক (৩৮), বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর বাদামতলা গ্রামের (ট্রলির হেলপার)নাদিম হাওলাদার (১২) ও উতর রহমতপুর গ্রামের (পথচারী) সিনবাদ (১৭)।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ট্রলি চালক এমদাদ ও হেলপার নাদিম হাওলাদার’কে মৃত ঘোষনা করে। এছাড়াও আহত অবস্থায় ৪জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বাসের কোন যাত্রী আহত হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসের চালক ও বাসের হেলপার পালিয়েছেন। তবে বাস ও ট্রলি আটক করা হয়েছে।