বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম রফিক(৪৫) নামের এক মেডিসিন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ই) মার্চ সকাল ৯টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মেডিসিন ব্যবসায়ীর রফিকুল ইসলাম রফিক উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের মৃত্যু আলী আজীম খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে তাঁর নিজ বসতঘরের জানালার গ্রিলে বিদ্যুতায়িত হয়েছিল।
তিনি অসাবধানতাবসত জালানার গ্রিলে হাত দেয়ায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানায় ওসি তদন্ত লোকমান হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপেক্ষিতে বরিশাল জেলা প্রশাসকের নির্দশে লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হন্তান্তর করা হয়ে।