স্টাফ রিপোর্টারঃ বরিশালে বাবুগঞ্জে বোমা ফাটিয়ে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের মিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল গ্রামের এনছান আলীর ছেলে জহিরুল প্যাদা(৪০), বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মিল্লক গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এমদাদ হোসেন (৪০) ও একই গ্রামের ঠাকুর মল্লিক গ্রামের মোকছেদ তামিদারের ছেলে সুমন তামিদার (৪০)।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ৩ ডিসেম্বর রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নে বিয়ে বাড়ি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। আটককৃতদের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ৮ ডিসেম্বর সন্ধায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ (শুক্রবার) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।