বাবুগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে বরিশালের বাবুগঞ্জে প্রেমিকের বাড়ি এসে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন এক ঢাকাইয়া তরুণী।
জানা যায় দীর্ঘ ৫ বছর ধরেই প্রেমের সম্পর্ক আইরিন ও সবুজের। হটাৎ করেই প্রেমিক সবুজের তাল-বাহানায়
প্রেমে ভাটা পড়ে। এতেই বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ওই তরুণী।
প্রেমিক সবুজ হাওলাদার উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের (নীম তলা) ইউসুফ হাওলাদারের ছোট ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান শুক্রবার সকালে বিয়ের দাবিতে সবুজের বাড়িতে ঢাকা থেকে এসে অবস্থান নেয় আইরিন নামের একটি মেয়ে। এসময় সবুজের পরিবারের লোকজন তরুণীর উপর হামলা চালায়। এক পর্যায়ে ৯৯৯এ তরুনীর ফোন পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন ।
অনশনে বসা আইরিন আক্তার ইতি জানান, প্রায় ৫ বছর ধরে সবুজের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তার। প্রেমের সম্পর্কের পর প্রায় দের বছর আগে এক হুজুরের মাধ্যমে কালিমা পড়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং মাদারীপুরের একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতেন তারা। কিন্তু বেশ কিছুদিন যাবৎ ওই বিয়ে অস্বীকার করে আসছে সবুজ। পরিবার মেনে নেবে না এমন অজুহাতে আমাকে এড়িয়ে চলছে সে। এজন্যই বাধ্য হয়ে সবুজের গ্রামের বাড়িতে এসে অবস্থান নিয়েছি এবং নিজের দাবী জানিয়েছে। আমাদের সম্পর্কের কথা সবুজের পরিবারের সবাই জেনেও এখন অস্বীকার করছে।
এদিকে সবুজের বাবা ইউসুফ হাওলাদার বলেন, আমার ছেলে বাড়ির বাইরে রয়েছে। এবিষয়ে ছেলে আমাদের কিছুই জানায় নি । তবে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করছি।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে।