বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: সপ্তাহ জুরে থেমে থেমে বৃষ্টি। জোয়ার ও বৃষ্টির পানিতে ডুবে গেছে উপজেলার বেশ কিছু এলাকা। এতে জলাবদ্ধ হয়ে পরেছে কয়েক হাজার পরিবার। অতিরিক্ত পানি প্লাবিত ও বৃষ্টির কারনে ভাঙতে শুরু করেছে উপজেলার প্রধান সড়ক।
সপ্তাহ জুরে বৃষ্টি হলেও রবি ও সোমবারের ভারী বর্ষণে জলাবদ্ধতা ও ভাঙনের প্রবাণতা বেশি দেখা দিয়েছে। এতে উপজেলার প্রধান সড়ক মীরগঞ্জ টু বরিশাল বকুলতলা (ক্ষুদ্রকাঠী) নামকস্থানে বড় ধরনের ভাঙনের দেখা দিয়েছে। এই পথেই হিজলা, মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের একমাত্র চলাচল পথ।
অন্যদিকে উপজেলার রহমতপুর, বাহেরচর, কেদারপুর, জাহাঙ্গীরনগর ও চাঁদপাশার ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আটকে পরেছে কয়েক হাজার পরিবার।
এদিকে আরিয়াল খাঁ, সন্ধা ও সুগন্ধা নদের পানি কমতে থাকায় ভাটার টানে নদী তীরবর্তী বসতভিটা ও ফসলি জমি ভাঙনে দিশেহারা উপজেরলার শত শত পরিবার।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাকিলা জামান জানান, উপজেলার পানিবন্দি পরিবারের তালিকা করে জেলায় পাঠিয়েছি সাহায্যের জন্য। এবং বিভিন এলাকায় ভাঙন রোধে কাজ চলছে তবে বকুলতলার ক্ষুদ্রকাঠীর মীরগঞ্জ টু বরিশাল ভাঙনটি অতিদ্রুত আমরা দেখতেছি।