বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ বাবুগঞ্জ বাজারে ভেজাল খাবার ও নিষিদ্ধ পণ্য এবং নকল মোড়গ বিহীন পন্য বিক্রয়ের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।
বুধবার সকলে বাজারে বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সান্তনা মিষ্টান্ন ভান্ডারকে খাদ্য পণ্য তৈরিতে ক্ষতিকারক হাইড্রোজ মিশানো অভিযোগে ৩হাজার টাকা জরিমানা করা হয়, এবং সিকদার কসমেটিক্স ও সুবর্ণ স্টুডিও এন্ড কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠানে পন্যে খুচরা মূল্য ও মোড়ক বিহীন এবং নকল পন্য বিক্রয়ের অভিযোগে পৃথকভাবে ২প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করেন। এবং ইউরিয়া সারের ডিলারসহ আরো ৫ প্রতিষ্ঠানকে সতর্ক করেন।
বাবুগঞ্জ থানা পুলিশের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ সোয়াইব মিয়ার পরিচালনায় অভিযানটি করা হয়।
বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ সোয়াইব মিয়া দৈনিক ভোরের ডাক’কে, জানান নামীদামী ব্রান্ডের নকল পন্য, খাদ্য পণ্য তৈরিতে ক্ষতিকারক হাইড্রোজ মিশানো, আমদানিকারক বিহীন নিষিদ্ধ পণ্য বিক্রয়ের অভিযোগে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়। এবং আমাদের কাছে অভিযোগ ছিলো ইউরিয়া সার ও কৃষিপণ্য বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সার ও কৃষি পণ্য বিক্রয়ে ভোক্তাকে প্রতিষ্ঠানের মেমো দিতে হবে।