বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মাহাবুবুর রহমান এর মাতা মোসাঃ মশুরা বেগম(৯৬) এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর (শুক্রবার) জুমা’র নামাজ বাদ উপজেলার কেদারপুর ইউনিয়নের ও আশপাশ এলাকার ৫২ টি মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য অধ্যাপক মাহাবুবুর রহমানের মাতা মোসাঃ মশুরা বেগম মস্তিষ্কে রক্তক্ষরণ জনীত কারণে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনশিভ কেয়ার ইউনিট (আইসিইউ)তে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।