বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জেলের ১মাস করে কারাদণ্ডা দিয়েছেন সহকারী কমিশনার ভূমি সুব্রত বিশ্বাস দাস।
১৪ অক্টোবর শনিবার সকালে উপজেলার সুগন্ধা ও সন্ধা নদী থেকে পৃথকভাবে ৩ জন মৌসুমি জেলেকে জাল ফেলা অবস্থায় আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের আলাউদ্দিন বেপারী ছেলে রাসেল বেপারী(৩০) ও একই গ্রামের ইউসুফ চৌকিদারের ছেলে শাকিল চৌকিদার(২৯)। এবং উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন সাকরাল গ্রামের আব্দুল করিম হাওলাদারের ছেলে কবির হাওলাদার(২৫)।
সহকারী কমিশনার (ভূমি) বাবুগঞ্জ সুব্রত বিশ্বাস দাস বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমি ও ইউএনও স্যার সর্বাত্মক চেষ্টা করছি। আজ সকালে ৩ জনকে পৃথকভাবে নদী থেকে আটক করা হয়। এবং নিয়মিত ভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।