বাবুগঞ্জ (বরিশাল)সংবাদাতা: বাবুগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।
আজ শুক্রবার (৫আগস্ট) বিকেলে তার জন্মদিন উপলক্ষে উপজেলা কার্যালয়ে। বাবুগঞ্জ আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার-উজ-জামান মিলনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লাভু হাং, জাহাঙ্গীর আকন, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, সাংস্কৃতিক সম্পাদক সুরুজ সিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম খান, মুক্তিযোদ্ধা সম্পাদক আঃ করিম, মহিলা বিষয়ক সম্পাদক শিবলী রানী, সদস্য আলমগীর বেপারী, আমির হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক রাম্মান, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া, সোলায়মান হোসেন, মোঃ রানা, সোহেল, ফয়সাল সভাপতি স্বেচ্ছাসেবক লীগ কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।