নুরে আলম, বাবুগঞ্জ ॥ ‘আমাদের অধিকার, আমাদের সচেতনতা’ -এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে পথসভা করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ৩টায় বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই দাবিতে উপজেলার সহকারী শিক্ষকরা পথসভা করেন। জানা গেছে, বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে মূল বেতন ১১ হাজার টাকার সঙ্গে বাসা ভাড়া ৪ হাজার ৯৫০, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ ও টিফিন ভাতা ২০০ টাকা মিলে মোট ১৭ হাজার ৬৫০ টাকা বেতনে প্রাথমিক সহকারী শিক্ষকগণ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন। এ অবস্থায় তারা যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় কমিটির উপজেলার সদস্য ও সহকারী শিক্ষক মো. আল-আমিন সরদার বলেন, আমরা ১৩তম গ্রেডে চাকরি করে আসছি। বর্তমান বাজারমূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনকষ্ট নিয়ে ক্লাসে পাঠদানসহ জীবিকা নির্বাহ করতে হয়। তাই আমরা ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। শিক্ষক সালমান রিমন বলেন, ১৩তম গ্রেডে আমরা মানবেতর জীবনযাপন করছি। ছেলেমেয়েদের পড়াশুনা, চিকিৎসা ও সংসার পরিজন নিয়ে সমাজে চলতে হিমশিম খেতে হচ্ছে। পথসভায় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক মো. আল আমিন সরদার, মো. দেলোয়ার হোসেন রাসেল, মো. আবুল কাসেম, আমানুল্লাহ নোমান, মো. ফিরোজ খান, এসএম সালমান রিমন, হাসিবুল হাসান, তুষার চন্দ্র পাথর, সঞ্জয় দে প্রমুখ।