রোকনুজ্জামান, বাবুগঞ্জ: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এবং সেইন্ট- বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়ার্ড উন্নয়ন পরিকল্পনা এক সভা অনুষ্ঠিত হয়।
আজ বিকালে উপজেলার মাধবপাশা বাড়ৈই খালী তালুকদার বাড়ি এসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল বাশার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, সেইন্ট বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী এস এম তাহাজ্জুদ হোসেনসহ প্রকল্পের সদস্য’রা।
এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য খলিলুর রহমান মৃধা, মোহাম্মদ আলী বেগ, মাহবুবুর রহমান, মোঃ কালাম হোসেন প্রমুখ । এছাড়াও স্থানীয় সাধারণ জনগণ এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের চাহিদা তুলে ধরেন এবং সাধারণ মানুষ তাদের চাহিদার কথা সরাসরি বলতে পারার জন্য সেইন্ট- বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনকে এই আয়োজনের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়। প্রধান অতিথির বক্তব্যে সাধারণ মানুষের চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান। এবং সভা’র সঞ্চালনায় ছিলেন মাদবপাশা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল বাশার।